ক) নাম-ঠিকানা সঠিক আছে কিনা (খ) জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক কিনা৷
গ) শিক্ষাগত যোগ্যতা সঠিক আছে কিনা ৷
ঘ) ব্যক্তিচরিত্র সংক্রান্ত৷
ঙ) মামলা আছে কি না তা যাচাই ৷
চ) কোন রাজনৈতিক দলের সদস্য আছে কি না তা যাচাই ৷
ছ) থানা রেকর্ডে তার সম্পর্কে কোন কিছু লিখিত আছে কি না তা যাচাই ৷
জ) বর্তমান ও স্থায়ী ঠিকানা যাচাই ৷
পুলিশ সুপার কার্যালয়ের জেলা বিশেষ শাখা থেকে উক্ত তথ্যগুলো সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ দ্বারা রিপোর্ট সংগ্রহ করে রিপোর্ট প্রদান করা হয়৷