Apps

Picture

২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন

Picture

২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন

১৯৭১ সালের এই দিনে শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, লাখো শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। স্বাধীনতা দিবস তাই বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস।

২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তান ৩০ লক্ষ শহিদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের স্মরণে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পরপরই মানিকগঞ্জ জেলার বিজয় মেলা মাঠ সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার, পুলিশ সুপার, মানিকগঞ্জ মহোদয়। এসময় জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।

আজকের এই দিনে মানিকগঞ্জ জেলা পুলিশের পক্ষ হতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের ,যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভূমি। মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা অমরত্ব লাভ করুক,বিনাশ হোক স্বাধীনতা বিরোধী সকল অপশক্তি। আমাদের প্রিয় মাতৃভূমি হোক দেশের সকল মানুষের নিরাপদ আশ্রয়। বঙ্গবন্ধুর রক্ত,ঘামে আর ত্যাগে গড়া বাংলা হোক তাঁর তর্জনীর মতই স্পষ্ট,উচু এবং দেদীপ্যমান।

 
Copyright © 2023 Superintendent of police, Manikgonj. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.