Apps

Picture

২১ শে ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ, “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে” সকল ভাষা শহীদের প্রতি মানিকগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে অকৃত্রিম শ্রদ্ধা

Picture

'রক্ত শপথে আমরা আজিকে তোমারে স্মরণ করি, একুশে ফেব্রুয়ারি'-

আজ ২১ শে ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ, “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে” সকল ভাষা শহীদের প্রতি মানিকগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে অকৃত্রিম শ্রদ্ধা ।

“একুশে ফেব্রুয়ারি” এ..যে.. সারা দুনিয়ার ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা।... জাতিগত অত্যাচারের বিরুদ্ধে, জনতার গণতান্ত্রিক অধিকারের জন্য দুনিয়াজোড়া মানুষের যুগ যুগব্যাপী যে সংগ্রাম একুশে ফেব্রুয়ারি তাকে এক নতুন চেতনায় উন্নীত করেছে।' ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সে সকল ভাষা শহীদদের স্মরণে “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩” এর, একুশের প্রথম প্রহরে, মানিকগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মানিকগঞ্জ জেলা শহরের বিজয় মেলার মাঠ প্রাঙ্গণে “কেন্দ্রীয় শহীদ মিনারে” এবং “মানিকগঞ্জের প্রথম শহীদ মিনারে” পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার মহোদয়। এসময় জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের বিভিন্ন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 
Copyright © 2023 Superintendent of police, Manikgonj. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.