২ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ বিকেল ৪.০০ ঘটিকায় মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে “হ্যালো পুলিশ, মানিকগঞ্জ” সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের, মাননীয় মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান, এমপি ।
ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম মহোদয়ের পরিকল্পনা ও নির্দেশনায় জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার, পুলিশ সুপার, মানিকগঞ্জ মহোদয় দীর্ঘদিন যাবৎ হ্যালো পুলিশ সেবা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন, আজ এই সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় হ্যালো পুলিশ মানিকগঞ্জ সার্ভিস সেন্টার থেকে সুফলভোগীদের সাথে কথা বলে জানান, বাংলাদেশ পুলিশ ভাল কাজ করছে সেটা দেশের মানুষ এক বাক্যে স্বীকার করে। ইতিমধ্যে প্রায় শতাধিক বিভিন্ন পর্যায়ের সুবিধাবঞ্চিত ও অহেতুক হয়রানীর শিকার হওয়া নারী-পুরুষ পুলিশ সুপারের এই ব্যতিক্রমী উদ্যোগ ‘হ্যালো পুলিশ মানিকগঞ্জের’ সুফল পেয়েছেন।
এসময় মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য মমতাজ বেগম, ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম, জেলা প্রশাসক আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার সালাম চৌধুরীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।