[ ০১ জুন ২০২২ খ্রি.]
মানিকগঞ্জ জেলা পুলিশ এর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ০৭ থানার অফিসার ইনচার্জগণের সাথে বার্ষিক কর্মসম্পাদন (এপিএ) ২০২২-২০২৩ চুক্তি স্বাক্ষর করেন জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার, পুলিশ সুপার, মানিকগঞ্জ।
সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে।
প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করা, সুশাসন সংহতকরণ, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প-২০৪১ এর যথাযথ বাস্তবায়নের লক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২২-২০২৩ স্বাক্ষরিত হয়।
এপিএ স্বাক্ষর অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, জাতীয় শুদ্ধাচার কৌশল ইত্যাদি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম অনুষঙ্গ এবং এপিএ লক্ষ্যমাত্রা অর্জনে পেশাদারিত্বের সাথে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ অফিসারদের প্রতি আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার, পুলিশ সুপার, মানিকগঞ্জ।
এ সময় জনাব মোহা: হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ),মানিকগঞ্জ, জনাব হোসাইন মুহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মানিকগঞ্জ, জনাব অপু মোহন্ত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি),মানিকগঞ্জ সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।