Apps

Picture

ডিবি কর্তৃক উদ্ধার

Picture

**জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মানিকগঞ্জ কর্তৃক ৮৫ (পঁচাশি) গ্রাম হেরোইন, যাহার মূল্য অনুমান ৮,৫০,০০০/- (আট লক্ষ পঞ্চাশ হাজার) টাকা উদ্ধারসহ ০৬ জন মাদক কারবারী গ্রেফতার।

[ তারিখ : ১৯/০২/২০২২ খ্রি.]

মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ)/জনাব মোঃ নজরুল ইসলাম এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর অভিযানিক দল এসআই (নিঃ)/ মোঃ মাহবুব আলম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ সদর থানাধীন বেতিলা সাকিনস্থ জনৈক ইমরান মাহমুদের মোটরসাইকেলের গ্যারেজের সামনের রাস্তার উপর হতে ১। মোঃ রাজীব হোসেন (৩৯), ২। মাসুদ ওরফে হিরা (৩০),দ্বয়কে ইং ১৯/০২/২০২২ তারিখ ১৩.৫০ ঘটিকায় ১৫ (পনের) গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন।

একই তারিখে অপর একটি আভিযানিক দল এসআই (নিঃ)/ আসাদ মিয়া এর নেতৃত্বে মানিকগঞ্জ সদর থানাধীন পূর্ব পুটাইল সাকিনস্থ ইউনিয়ন পরিষদের সামনে হতে ১। মোঃ শহিদুল ইসলাম ওরফে শহিদ (৪২), ২। মুনসের আলী (৩৪),দ্বয়কে ৬৫ (পয়ষট্টি) গ্রাম হেরোইন গ্রেফতার করেন। অপর আরেকটি আভিযানিক দল এসআই (নিঃ)/ মোঃ নাজমুল আলম এর নেতৃত্বে মানিকগঞ্জ সদর থানাধীন বেউথা সাকিনস্থ মানিকগঞ্জ মটরস নামক দোকানের সামনে হতে ১। রিপন ওরফে স্বপন (২৮), ২। সুজন মিয়া (৪১),দ্বয়কে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেন।

 
Copyright © 2023 Superintendent of police, Manikgonj. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.