Apps

Picture

সিটিজেন চার্টার

Picture

সিটিজেন চার্টার

১.ভিশন ও মিশন (হালনাগাদ করা হয়েছে)

ভিশন:
সকল নাগরিককে সেবা প্রদান করা এবং বসবাস ও কর্মোপযোগী নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা।

মিশন:.

  • আইনের শাসন সমুন্নত রাখা।
  • সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিতকরণ।
  • জনগণের অংশিদারিত্বের (Community Partnership) ভিত্তিতে সামাজিক শান্তি রক্ষা।
  • অপরাধ চিহ্নিতকরণ ও প্রতিরোধ।
  • আইন লংঘনকারীকে বিচারের আওতায় আনা।
  • শান্তি ও জনশৃঙ্খলা রক্ষা। 
  • জনগণকে সুরক্ষা, সাহায্য ও সেবা প্রদান এবং আশস্তকরণ।
  • সমব্যথী, বিনম্র এবং ধৈর্যশীল হওয়া।
  • অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং উন্নততর কর্মসম্পাদনের পন্থা অন্বেষন।
  • বিভিন্ন সংস্থার সাথে সমন্বয়সাধন।

 

 আওতাধীন দপ্তরসমূহের সেবা
জেলা পুলিশ, মানিকগঞ্জ

ক্রঃ নং সেবার নাম সেবা প্রদান পদ্ধতি প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি সেবা প্রদানের সময়সীমা দায়িত্বপ্রাপ্ত কমকর্তা(নাম, পদবী, ফোন ও ইমেল)
(১) (২) (৩) (৪) (৫) (৬) (৭)
 মামলা তদন্ত অভিযোগের প্রেক্ষিতে   থানা  বিনামূল্যে  ৬ (ছয়) দিন 

 ফোন ঃ

ই-মেইল ঃ

www.manikgonj.police.gov.bd

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদনের প্রেক্ষিতে জেলা পুলিশ সদর দপ্তর  বিনামূল্যে   ১৫(পনের) দিন 
 পাসপোর্ট ভেরিফিকেশন প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে  সাদা কাগজে আবেদন  বিনামূল্যে   ৭দিন থেকে ২১ দিন
 জিডি এন্ট্রি  জিডি ডাইরীভূক্তকরণ সাদা কাগজে আবেদন বিনামূলে ৭দিন থেকে ২১ দিন

ফোন

 

         
         

* মন্ত্রণালয় / বিভাগের আওতাধীন দপ্তরসমূহের প্রদত্ত লিংক আকারে যুক্ত করত।

 

সিটিজেন চার্টার (থানা সমূহ)

 

শান্তি শৃংখলা প্রগতি পুলিশ বাহিনীর সংগ্রাম । আইনের শাসন প্রতিষ্ঠা করা, শান্তি শৃংখলা পরিস্থিতি বজায় রাখা, জনগণের সেবা করা, দুষ্টের দমন ও পিষ্টের পালন পুলিষ বাহিনীর মূখ্য দায়িত্ব ও কর্তব্য । তদারক ও কমিউনিটিং, পুলিশ ব্যবস্থা ও ওপেন হাউজডে পুলিশ বাহিনীর একটি অন্যতম পদক্ষেপ । যা পুলিশ বাহিনীর সেবার মানকে আরো একধাপ এগিয়ে নিয়েছে । বাংলাদেশের সকল থানা পুলিশের ভূমিকা ও কার্যক্রম একই বিষয় কেন্দ্রিক । বেলকুচি থানা একই কার্যক্রমে দায়বদ্ধ ও প্রতিশ্রুতি বদ্ধ ।

 

১। থানা জনগণের সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান

২। জাতি,ধর্ম,বর্ণ ও রাজনৈতিক/ সামাজিক/অর্থনৈতিক শ্রেণী নির্বিশেষে সকল নাগরিকের সমান আইনগত অধিকার প্রদান

৩। থানায় আগত সাহায্য প্রার্থীদের আগে আসা ব্যক্তিকে আগে সেবা প্রদান করা

৪। থানায় সাহায্য প্রার্থী সকল ব্যক্তিকে থানা পুলিশ সম্মান প্রদর্শন এবং সম্মান সুচক সম্বোধন করা

৫। থানায় জিডি করতে আসা ব্যক্তির আবেদনকৃত বিষয়ে ডিউটি অফিসার সর্বত্নক সহযোগিতা প্রদান  করা এবং আদনের ২য় কপিতে জিডি নম্বর,তারিখ এবং সংশিস্নষ্ট অফিসারের স্বাক্ষর ও সীলমোহর সহ তা আবেদনকারীকে প্রদান করা এবং বর্ণিত জিডি সংক্রান্ত বিষয়ে যথাশীঘ্র সম্ভব ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা পুনরায় আবেদনকারীকে অবহিত করা।

৬। থানায় মামলা করতে আসা ব্যক্তির মৌখিক/লিখিত বক্তব্য অফিসার ইনচার্জ কর্তৃক এজাহার ভুক্ত করা এবং আগত ব্যক্তিকে মামলার নম্বর, তারিখও ধারা  সহ তদন্তকারী অফিসারের নাম ও পদবী অবহিত করবে। তদন্তকারী অফিসার এজাহারকারীর সাথে নিয়মিত যোগাযোগ করা করে তাকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করবে এবং তদন্ত সমাপ্ত হলে তাকে ফলাফল লিখিত ভাবে  জানিয়ে দিবে।

৭। আহত ভিকটিমকে থানা হতে সার্বিক সহযোগিতা প্রদান করা এবং এ বিষয়ে থানা সকল মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করা।

৮। শিশু/ কিশোর অপরাধী সংক্রামত্ম বিষয়ে শিশু আইন, ১৯৭৪ এর বিধান অনুসরণ করা এবং তারা যাতে কোন ভাবেই বয়স্ক অপরাধীর সংস্পর্শ না আসতে পারে তা নিশ্চিত করা। এ জন্য দেশের সকল থানায় পর্যায়ক্রমে কিশোর হাজত খানার ব্যবস্থা করা হচ্ছে।

৯। মহিলা আসামী/ভিকটিমকে যথাসম্ভব মহিলা পুলিশের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

১০। পাসপোর্ট ভেরিফিকেশন/আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইত্যাদি বিষয়ে  সকল অনুসন্ধান প্রাপ্তির ০৩ (তিন) দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে থানা হতে সংশিস্নষ্ট ইউনিটে প্রতিবেদন প্রেরণ করা।

১১। থানা পুলিশ সদস্যগণ কমিউনিটির সাথে নিরবছিন্ন ভাবে যোগাযোগ রক্ষা করা।

১২। অপরাধ দমন মূলক /জনসংযোগমূলক সভার মাধ্যমে সামাজিক সমস্যা এবং আইনগত সমাধান করা

১৩। বিদেশে চাকুরী/ উচ্চ শিক্ষার জন্য গমনেচ্ছু প্রার্থীদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান

১৪। ব্যাংক হইতে কোন প্রতিষ্ঠান অধিক পরিমান টাকা উত্তোলন করলে উক্ত টাকা নিরাপদে নেওয়ার জন্য চাহিদা অনুযায়ী পুলিশ এস্কটের ব্যবস্থা করা

১৫। যানবহন নিয়ন্ত্রনে ট্রাফিক সুবিধা প্রদান করা।

 

আপনার কাছে আমাদের প্রত্যাশা

ক্রমিক নং প্রতিশ্রুতি/ কাঙ্খিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয়
নির্ধারিত ফরমে সম্পূর্নভাবে পূরণকৃত আবেদন জমা প্রদান
সঠিক মাধ্যমে প্রয়োজনীয় ফিস পরিশোধ করা
সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা
 
 
 
Copyright © 2023 Superintendent of police, Manikgonj. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.